Goa TMC: Goa-এ ভোটের থিম সং প্রকাশ Trinamool-এর, দেখুন সেই ভিডিও!

Bangla Digital Desk | News18 Bangla | 01:48:59 AM IST Jan 12, 2022

#গোয়া: Goa-এ Trinamool-এর সঙ্গে জোটের বার্তা শরদ পাওয়ারের। সব বিজেপি বিরোধী শক্তির একসঙ্গে আসার কথা বারবারই বলেছে তৃণমূল কংগ্রেস (Goa TMC)। আগামী দিনে কী হয় সেদিকেই তাকিয়ে সৈকতনগরী গোয়া। এদিকে গোয়া-এ ভোটের থিম সং প্রকাশ করল তৃণমূল, দেখুন সেই ভিডিও।

লেটেস্ট ভিডিও