Ganga River Erosion In Balagar: বলাগড়ে গঙ্গায় মিশতে চলেছে স্কুল বিল্ডিং! মন খারাপ ছাত্র ও গ্রামবাসীদের

Bangla Editor | News18 Bangla | 11:57:00 PM IST Aug 29, 2021

ক্রমাগত ভাঙনের জের। হুগলির বলাগড়ে গঙ্গায় মিশতে চলেছে স্কুল বিল্ডিং। আর তাই প্রাক্তন ছাত্র থেকে শুরু করে গ্রামবাসী, সবারই এখন মন খারাপ। এবার কোথায় হবে নতুন স্কুল বাড়ি! ভাঙনের জেরে চাষের জমি তলিয়ে গিয়েছে গঙ্গার গর্ভে। এবার সলিল সমাধির মুখে স্কুল বাড়ি। ক্রমে স্কুল বাড়ির দিকে এগিয়ে আসছে গঙ্গা। গ্রামের সবার তাই এখন মন খারাপ। কীভাবে স্কু বাড়ি ভাঙনের কবল থেকে বাঁচানো যায়, তা বুঝে উঠতে পারছেন না কেউই। এদিকে, গঙ্গার সঙ্গে স্কুল বাড়ির দৃরত্ব এখন আর মাত্র কয়েক ফিট। যে কোনও দিন গঙ্গার গর্ভে চিরতরে তলিয়ে যাবে স্কুল বাড়ি।

লেটেস্ট ভিডিও