Video| ICU-তে করোনা রোগীর পাশেই দাউদাউ করে আগুন, পিপিই পরে ছুটছেন সকলে

Bangla Editor | News18 Bangla | 09:45:50 PM IST Oct 29, 2020

মুম্বইয়ের দহিসারের (Dahisar) কন্দরপদায় (Kandarpada) একটি কোভিড হাসপাতালের আইসিইউ-তে (ICU) হঠাৎ আগুন জ্বলে ওঠে৷ বেলা ১১ নাগাদ এই ঘটনা ঘটে৷ হাসপাতালের আইসিইউ-র সব বেড ভর্তি৷ চলছে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসা৷ সেখানে এই অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ পিপিই পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছড়ায় চাঞ্চল্য৷ তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন৷ সেন্টারে শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগেছে, ঘটনাটি আজ, বৃহস্পতিবার, বেলা ১১ টার নাগাদ।

লেটেস্ট ভিডিও