পুলওয়ামাকাণ্ডের জেরে কাশ্মীর ট্যুর বাতিল হয়েছে এরাজ্যের অসংখ্য পর্যটকের। মে-জুন মাসের ভ্রমণ বাতিল করেছে একাধিক ট্যুর অপারেটর। পুজোর মাসেও ভুস্বর্গ ভ্রমণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হতাশ অসংখ্য ভ্রমণপিপাষু। গরমের ছুটিতে ডাল লেকে হাউসবোটে থাকার প্ল্যান? কিংবা পুজোর ছুটিতে গুলমার্গ-সোনমার্গে তোলা সেলফি সোশাল মিডিয়ায় পোস্ট করার ইচ্ছা? তাহলে সেই পরিকল্পনা এখনই বাতিল করুন। আপনি না করলে ট্যুর অপারেটরই করে দেবে। কিংবা দিচ্ছেও। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার প্রভাব প্রত্যাশিতভাবেই পড়েছে উপত্যকার পর্যটনের ওপর। যার জেরে কাশ্মীর ট্যুর বাতিল হয়েছে এরাজ্যের বহু পর্যটকের। এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার বুকিং বাতিল হয়েছে। মে-জুন মাসের বুকিং বাতিল একাধিক ভ্রমণ সংস্থার। ভ্রমণ বাতিল করেছে আইআরসিটিসি-ও। বিমানের টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন বহু পর্যটক।