corona virus btn
corona virus btn
Loading

জাত, বর্ণ, ধর্ম দেখে হামলা করেনি করোনা, একযোগে লড়াইয়ের ডাক মোদির, দেখুন

Bangla Editor | News18 Bangla | 08:56:33 AM IST Apr 20, 2020

মারণ ভাইরাস কোনও জাত ধর্ম সীমানা দেখে না। সে কথা মনে করিয়ে ঐক্য ও সৌভার্তৃত্বত্বের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিঙ্কডিন প্ল্যাটফর্মে্ শেয়ার করলেন 'কাজের কথা'। রবিবার বিকেলে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, অতর্কিতে আক্রমণ হানার আগে করোনা ভাইরাস কোনও জাতপাতের বিচার করেনি। দেখেনি বর্ণ-ভাষা-সীমানা। করোনার বিরুদ্ধে আমাদর লড়াই তাই এ সবের ঊর্ধ্বে উঠে সৌভ্রার্তৃত্ব ও ঐক্যের। সমবেত শক্তি দিয়ে ল়ড়ার বার্তাও শোনা গেল তাঁর মুখে।

লেটেস্ট ভিডিও