ফের ভারতে জঙ্গি হামলার আশঙ্কা, গোয়েন্দা সূত্রে সেনার কাছে খবর

Bangla Editor | News18 Bangla | 07:36:38 PM IST Sep 10, 2019

ভারতে হামলা চালাতে পারে জঙ্গিরা। এবার তারা টার্গেট করতে পারে দক্ষিণ ভারত। গোয়েন্দা সূত্রে সেনার কাছে এমনই খবর। গুজরাত থেকে কয়েকটি পরিত্যক্ত নৌকা উদ্ধার চিন্তা বাড়িয়েছে। কয়েক সপ্তাহ আগেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল, সমুদ্রপথে গুজরাতে হামলা চালাতে পারে পাক-প্রশিক্ষিত কমান্ডোরা। সেই মতো গুজরাতের সব বন্দরে জারি করা হয় সতর্কতা। এবার সেই গুজরাতেরই স্যর ক্রিকে উদ্ধার হয়েছে কয়েকটি পরিত্যক্ত নৌকা। যাতে সন্দেহ আরও বেড়েছে। গোয়েন্দা সূত্রে খবর, এবার দক্ষিণ ভারতে হামলা চালাতে পারে জঙ্গিরা।

লেটেস্ট ভিডিও