Assam Tinsukia Killings: বনধের জেরে স্তব্ধ অসম, বাতিল একাধিক ট্রেন

Bangla Editor | News18 Bangla | 12:28:58 PM IST Nov 04, 2018

৫ জন বাঙালিকে হত্যার প্রতিবাদে শনিবার অসম জুড়ে বনধের ডাক দেয় বাঙালি সংগঠনগুলি । এই বনধের সর্বাধিক প্রভাব পড়েছিল বরাক উপত্যকায় । প্রভাবিত এলাকাগুলির মধ্যে ছিল কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও হোজই সহ একাধিক এলাকা । শিলচড় থেকে নর্থ ফ্রন্টিয়ারে বাতিল হয় একাধিক ট্রেন । জোরালো প্রভাব পড়েছে হাসপাতাল, দমকল সহ জরুরি পরিষেবাগুলিতে ।

লেটেস্ট ভিডিও