Assam Earthquake: প্রবল কম্পনে ফাটল বাড়ির ছাদ, ঘর যেন টাইটানিক, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 05:53:13 PM IST Apr 28, 2021

ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ অংশ অসমের। কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা। এমনকী কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪। অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। ভূমিকম্পের তীব্রতায় অসমে একটি বাড়ির ছাদ ফেটে যায়। সেই সঙ্গে ছাদের ট্যাঙ্ক ফেটে ঘরে জল ঢুকে বানভাসী অবস্থা হয়। ভিডিওটি কিছুক্ষণেই ভাইরাল হয়েছে।

লেটেস্ট ভিডিও