Anubrata Mondal Daughter Sukanya: বাবা-মেয়ে একসঙ্গে এবার তিহাড় জেলে, আদালতে কার সঙ্গে ফোনে কথা বলতে চাইলেন সুকন্যা? দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 12:38:58 PM IST Apr 30, 2023

রাজধানীর রাউস অ্যাভিনিউ আদালতের শুনানিতে নজর ছিল বহু মানুষের। এদিন সেখানে শুনানি হল গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের মামলার। জানা গিয়েছে, ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে সুকন্যাকে। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের শুনানিতে উপস্থিত ছিলেন অনুব্রত-কন্যা। ১২ মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে সুকন্যার। এদিন আদালতে সুকন্যার আইনজীবী আবেদন করেন সুকন্যাকে তাঁর বাবা অনুব্রত মণ্ডল ও এক বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে দেওয়ার জন্য। পাশাপাশি, জেলে থাকাকালীন ওষুধ ও ধার্মিক বইপত্র রাখতে চেয়েছেন সুকন্যা। যদিও সেগুলি বিচারক মঞ্জুর করেছেন কি না তা এখনও পরিষ্কার নয়।

লেটেস্ট ভিডিও