Air India Crash: দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র বাঙালি কেবিন ক্রু কোন্নগরের অভীক বিশ্বাস, কী বলছেন দুর্ঘটনা নিয়ে?

Bangla Editor | News18 Bangla | 09:36:40 PM IST Aug 08, 2020

দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান। ওই বিমানে একমাত্র বাঙালি কোন্নগরের অভীক বিশ্বাস। কেবিন ক্রু ম্যানেজার। দুর্ঘটনার খবর পেতেই পরিবারের ফোন শুরু। তারপর টানা নেটওয়ার্কের বাইরে। সময় যেন কাটছিল না। শেষমেশ ফোনের ওপারে অভীকের গলা। মুহূর্তে কাটল দুশ্চিন্তার মেঘ।

লেটেস্ট ভিডিও