স্বাধীনতার পর থেকে একটা নির্বাচনও বাদ দেননি, একশো সাতেও ভোট দেন অতুলচন্দ্র

Bangla Editor | News18 Bangla | 12:25:24 PM IST Apr 25, 2019

সেঞ্চুরি পার করেও ফুল ফর্মে! স্বাধীনতার পর থেকে একটা নির্বাচনও বাদ দেননি অতুলচন্দ্র। এখন তিনি গোটা গ্রামের আইকন। নিজে ভোট দেন সকলের আগে। বাকিদেরও সঙ্গে করে ভোট দিতে নিয়ে যান। তাঁকে নিয়ে গর্বের শেষ নেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক্তারপুর গ্রামের।

লেটেস্ট ভিডিও