Nadia News- মায়ের মৃতদেহ আটকে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

Bangla Digital Desk | News18 Bangla | 05:04:57 PM IST Jan 03, 2022

#নদিয়া- গত বছর নভেম্বর মাসের ২৮ তারিখ মায়ের মৃত্যু হয়। তার পরেও কাউকে জানায়নি ছেলে। আজ বাড়ির মালিক দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ এসে পচাগলা দেহ উদ্ধার করে। নদিয়ার কল্যাণী থানার এ ব্লকের ঘটনা। কল্যাণী এ-৯ ব্লকে মাকে নিয়ে ভাড়া থাকতেন কল্যাণীর বাসিন্দা সঞ্জয় পাল। বাড়ির মালিক জানান, প্রায় এক বছর আগে সঞ্জয় তার মা-কে নিয়ে আউট হাউসে ভাড়ায় আসেন। কিন্তু গত একমাস যাবৎ তার মায়ের কোন দেখা পাননি তারা। সঞ্জয় ঘরে তালা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যেতেন। মায়ের কথা জিজ্ঞাসা করলে, পাশ কাটিয়ে যেতেন। গত কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল, তার কথা জিজ্ঞাসা করলেও অন্যরকম উত্তর দেন ভাড়াটিয়া সঞ্জয় পাল। আজ বাড়ির মালিক কল্যাণী থানায় বিষয়টি জানালে পুলিশ গিয়ে পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশ সঞ্জয় পালকে আটক করেছে।

লেটেস্ট ভিডিও