Nadia News- পাওয়ার লুম শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন CITU এর সদস্যদের

Bangla Digital Desk | News18 Bangla | 05:12:20 PM IST Dec 20, 2021

#নদিয়া- লকডাউনকে ব্যবহার করে মালিকপক্ষ পাওয়ার লুম শ্রমিকদের মজুরি দিনের-পর-দিন কমিয়ে দিচ্ছে। ফলে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া সত্ত্বেও শ্রমিকদের মজুরি বৃদ্ধি হচ্ছে না। পাওয়ার লুম মালিকদের গাজোয়ারি মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ নদীয়ার নবদ্বীপ থানার নবদ্বীপ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরের সামনে রাস্তায় অবরোধ ও বিক্ষোভ শুরু করে সিপিআইএমের শ্রমিক সংগঠন। আজ রাস্তায় থালা নিয়ে বসে পড়ে কৃষ্ণনগর নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করে পাওয়ার লুম শ্রমিকেরা।

লেটেস্ট ভিডিও