Murshidabad: ভরতপুর ব্লকে লোহাদহ ঘাটে ঝুঁকির পারাপার

Bangla Digital Desk | News18 Bangla | 02:09:54 PM IST Jan 20, 2022

কৌশিক অধিকারীঃ বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত আমলায় গ্রাম পঞ্চায়েতের অধীনে, লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর লোহাদহ ঘাট। আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। আমলায় অঞ্চলের লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলায় সহ আমলায় অঞ্চলের প্রায় ১০টি গ্রামের সঙ্গে নদীয়া জেলা সহ, রেজিনগর ব্লকের শক্তিপুর পঞ্চায়েতের অধীনে বাজারশো। শক্তিপুর, সহ শক্তিপুর অঞ্চলের প্রায় ১৫টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীর উপর দিয়ে নৌকা পারাপার। শুধু সাধারণ মানুষ বা নিত্যযাত্রীরা নয় নৌকার ওপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারশো শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। অবিলম্বে সেতু নির্মাণের দাবি করেছেন স্হানীয় বাসিন্দারা ।

লেটেস্ট ভিডিও