Bangla News: বাল্য বিবাহ রোধে কান্দি শহর জুড়ে পদযাত্রা

Bangla Digital Desk | News18 Bangla | 02:36:24 PM IST Nov 15, 2021

বাল্য বিবাহ রোধ সহ সাধারণ মানুষ যাতে আইনি পরিষেবা পান সেই জন্য মানুষ কে সচেতনতা বার্তা দিতে কান্দি শহর জুড়ে কান্দি মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কান্দি শহর জুড়ে বনাঢ্য পদযাত্রা করা হল। উপস্থিত ছিলেন কান্দি অতিরিক্ত জেলা দেওয়ানি ও দায়রা বিচারক সোমা মজুমদার ও কান্দি মহকুমা আদালতের আইনজীবী ও সরকারী আইনজীবী সুনিল চক্রবর্তী এবং কান্দি বার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট সুকান্ত মুখার্জি সহ বিশিষ্ট আইনজীবীরা।

লেটেস্ট ভিডিও