Murshidabad News- কোভিড আক্রান্ত রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার, ভুল বুঝতে পেরে CMOH-এর কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক 

Bangla Digital Desk | News18 Bangla | 08:49:58 PM IST Jan 08, 2022

#মুর্শিদাবাদ- কোভিড আক্রান্ত রোগীর সাথে দুর্ব্যবহার। চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতেই কান্দিতে, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ক্ষমা চাইলেন চিকিৎসক। শনিবার কান্দি মহকুমা হাসপাতালে কোভিড পজিটিভ হবার পর চিকিৎসা নিতে এসেছিলেন কান্দি বাজারের এক রোগী। কান্দি মহকুমা হাসপাতালে আউটডোরে, কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিরূল ইসলাম, রোগীর সাথে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। সেই ঘটনার জেরে শনিবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতালে পরিদর্শনে আসা কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল কে অভিযোগ জানান ঐ রোগী। অভিযোগ জানানোর পর, কান্দি মহকুমা হাসপাতালে সুপার ঘরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাহিরূল ইসলাম কে ডেকে পাঠানো হয়। তারপরেই তাকে জিজ্ঞেসবাদ করে মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যাল। তারপরেই মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যালের পা ধরে ক্ষমা চাইতে দেখা যায় চিকিৎসক জাহিরূল ইসলাম কে।

লেটেস্ট ভিডিও