Murshidabad: বিক্রি হচ্ছে রসমালাই রাবরী মালাই কেক, খেতে মজেছে বাঙালি, দেখে নিন সেই রেসিপিটা

Bangla Digital Desk | News18 Bangla | 09:50:47 PM IST Feb 17, 2023

সম্পুর্ণ রাবড়ি দিয়ে তৈরি রসমালাই বরফী কেক। জয়নগর থেকে আগত এই কেকের স্বাদে মজে আছে আট থেকে আশি। যদি বাড়িতে বানাতে চান এই রসমালাই বরফী কেক ? দেখে নিন রেসিপিটা। ফুল ফ্যাট দুধ, চিনি ৭-৮ চামচ, ১/২ চা চামচ করে এলাচ গুঁড়ো, পেস্তা পাউডার, আমন্ড পাউডার, কাজু বাদাম গুঁড়ো, কর্নফ্লাওয়ার। এই সব দিয়ে তৈরি করা হয়ে থাকে রাবড়ি। আর তা জমিয়ে পিস পিস করে কেটে বিক্রি করা হয় রাবড়ি কেক।দাম পড়ে ৩০টাকা প্রতি কাপ হিসেবে।

লেটেস্ট ভিডিও