Murshidabad- খড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার্সের

Bangla Digital Desk | News18 Bangla | 04:13:19 PM IST Dec 01, 2021

কৌশিক অধিকারীঃ কান্দিঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ার্সের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাইফুল্লাহ সেখ ওরফে রিন্টু সেখ (৩৭) বাড়ি খড়গ্রাম থানার নগর কুরাপাড়া এলাকায় । মঙ্গলবার রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে, পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ঐ সিভিক ভলেন্টিয়ার কর্মীর।

জানা গিয়েছে, ডিউটি করে বাড়ি ফিরছিলেন মঙ্গলবার মধ্যে রাতে তখন একটি গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে, গুরুতর জখম অবস্থায় খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ি ও চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। বুধবার সকালে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন পুলিশ।

লেটেস্ট ভিডিও