Murshidabad News- সামশেরগঞ্জে নতুন করে ভাঙ্গন শুরু, তলিয়ে গেল ১০০ মিটার এলাকা 

Bangla Digital Desk | News18 Bangla | 05:33:58 PM IST Dec 13, 2021

নদীর জল কমতেই শীতের সাত সকালে ভাঙ্গনের আতঙ্কে সামশেরগঞ্জ ব্লক।মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকে নতুন করে ভাঙ্গন শুরু হওয়ায়, প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। গোটা গ্রামজুড়েই এখন আতঙ্কের ছবি। চোখের সামনে নদীতে তলিয়ে গেল লিচু বাগান।

বছরের পর বছর ধরে একই ভাঙ্গনের ঘটনার সাক্ষী থাকছেন গ্রামবাসীরা। কখনও ভাঙ্গনের গ্রাসে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি, চাষের জমি, কখনও বাস্তুহারা হয়ে খোলা আকাশের নীচে আতঙ্কের মধ্যেই দিন গুজরান করছে মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, বহু দিন ধরেই ভাঙ্গনে তলিয়ে যাচ্ছে জমি, বাড়ি। এইভাবে ভাঙ্গন চলতে থাকলে আগামী দিনে তলিয়ে যেতে পারে আরও গ্রাম।

লেটেস্ট ভিডিও