লক ডাউনে স্তব্ধ দীঘা পর্যটন কেন্দ্রের অসহায় মানুষ ও পথ কুকুরের ক্ষুধা নিবারণে এগিয়ে এলো দীঘার যুবকরা। গত বছর কোভিড ১৯ এর জেরে দেশ জুড়ে কয়েক মাস লক ডাউনের গেরোয় পড়ে দীঘা পর্যটন কেন্দ্রে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন অনেক পথচারী, ভিক্ষুক, মানষিক বিকার গ্রস্ত মানুষ সমস্যায় পড়েন এবং পথ কুকুর ও ক্ষুধার্ত হয়ে পড়ে তাদের মুখে দুবেলা পেটপুরে খাবারের জন্য এগিয়ে আসে ওল্ড দীঘার স্যোশাল ওর্য়াকার সংগঠনের সাথে যুক্ত সমস্ত শুভানুধ্যায়ী ব্যাক্তিবর্গ।
এবারের সংগঠনের কিছু যুবক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে নিজেরাই চাঁদা তুলে রান্না করে দীঘার সৈকত থেকে রাস্তাঘাটে থাকা অভুক্ত অসহায় হয়ে পড়া মানুষ সহ অবলা প্রানীদের মুখে খাবার তুলে ধরে। সংগঠনের কর্মকর্তারা জানান এবারও যতদিন লক ডাউন চলবে প্রতিদিন দুবেলা পেটপুরে খাবারের যোগান দিয়ে যাবেন। তাঁদের কথায় দীঘায় আগত পর্যটকদের উপর নির্ভর করে কেউবা এলাকায় হোটেল, রেস্টুরেন্ট, দোকানের অবশিষ্ট খাবারের উপর নির্ভর করে এদের পেট চলতো এখন সব তো বন্ধ এরা যাবে কোথায়? তাই প্রতি বারই আমরা যেভাবে এগিয়ে আসি তেমন ভাবে এই মহতী কাজে সবাই যদি এগিয়ে আসে ক্ষুধার্ত মানুষ সহ অবলা প্রানীদের মুখে আহার তুলে দিতে লক ডাউনের হাত থেকে কিছুটা রেহাই পাবে।