ফি মুকুবের দাবিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিকী অনশন ছাত্রছাত্রীদের

Bangla Editor | News18 Bangla | 09:07:39 PM IST Jun 02, 2021

ফি মুকুবের দাবিতে প্রতীকী অনশন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে শারীরিক দুরত্ব বজায় রেখে অনশন কর্মসূচি পালন করলো ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, এমনিতেই করোনা পরিস্থিতির জেরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির ছাত্রছাত্রীরা পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। তার উপর ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বহু চাষীবাসী পরিবার গুলি ক্ষতিগ্রস্থ হয়েছে, তাদের বাড়ীর ছেলেমেয়েদের ১১ থেকে ১৫ হাজার টাকা করে ফি দিয়ে পড়াশোনা করার সামর্থ্য নেই। তাই সেই সব ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ফি মুকুবের দাবি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনো রকম সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে। ছাত্রছাত্রীদের দাবি না মানা হলে আগামী দিনে লাগাতার অনশন শুরু করবে ছাত্রছাত্রীরা বলেও জানিয়েছেন।

লেটেস্ট ভিডিও