পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক অখ্যাত গ্রামে তাঁর জন্ম। তৎসত্ত্বেও ভারতের স্বাধীনতা সংগ্রামের শৌর্য, দেশের অগণিত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আঁকা তাঁর পটচিত্র জিতে নিয়েছে বিশ্বের সমাদর। বাহাদুর চিত্রকর পশ্চিমবঙ্গের মেদিনীপুরের পিংলা অঞ্চলের নয়াগ্রামের বাসিন্দা। পটচিত্রের নামী শিক্ষক হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত- যে পটচিত্র চিরায়তভাবে কাহিনিমূলক। বাহাদুর এবং তাঁর ছাত্রছাত্রী চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই চিরায়ত শিল্পকে বাঁচিয়ে রাখা যায়। তিনি কালীঘাট পটচিত্রের বিশেষজ্ঞ-ও বটেন। তাঁর আঁকা ছবির মধ্যে এর সঙ্গেও স্থান পেয়েছে নেতাজী, ক্ষুদিরামের ফাঁসি, মাতঙ্গিনী হাজরার শৌর্য এবং বিশেষ ভারতমাতার ছবি যা ফুটে উঠেছে তাঁর পটচিত্রে। গল্পের মতো করে আঁকা ছবিগুলি ইতিমধ্যেই নানা দিকে স্বীকৃতি পেয়েছে। বাহাদুরের ভাষায়, বার্তা প্রেরণের কাজ যখন সংবাদপত্র ছিলনা তখন তা করেছে এই পটচিত্র। বাহাদুর এবং পশ্চিমবঙ্গে তাঁর পটুয়া ভাইরা যেমন মনোরঞ্জন চিত্রকর, চাঁদনী চিত্রকর, মহিউদ্দিন চিত্রকর, কুরবান চিত্রকর, সাবিনা চিত্রকর, মলয় চিত্রকর এবং সমীর চিত্রকরের আঁকা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবীদের শৌর্য নিয়ে সৃষ্টি পটচিত্র এবছর সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসাবে দেশের অন্যান্য রাজ্যের পটুয়াদের সৃষ্টির সঙ্গেই নতুন দিল্লীর 'রাজপথে' প্রদর্শিত হবে।