#পশ্চিম মেদিনীপুর- মেদিনীপুর শহরের উপকণ্ঠে ব্যস্ত বাজারে দিনদুপুরে একটি কুকুরকে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত কেরানিচটি এলাকায়। রবিবার বেলা ১০ টা নাগাদ কেরানিচটি এলাকার ব্যস্ত বাজারের মধ্যে এক ব্যক্তি মোটা লাঠি দিয়ে একটি কুকুরকে বেধড়ক পেটাতে থাকে। স্থানীয়রা দেখেও কোনো প্রতিবাদ করেনি বলে অভিযোগ পশু প্রেমীদের।
ঘটনার সময় এক ব্যক্তি পুরো ঘটনাটি তার মোবাইল থেকে ক্যামেরাবন্দি করে সোশ্যাল সাইটে পোস্ট করেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। খবর পেয়ে কিছুক্ষণ পর মেদিনীপুর শহর থেকে চারজনের একটি পশুপ্রেমী দল পৌঁছে যায় ঘটনাস্থলে। প্রতিবাদ করায় ২ মহিলাসহ ওই পশুপ্রেমী দলটিকে ব্যাপক হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি তাদের বেঁধে রেখে পেটানোর হুমকি দেয়া হতে থাকে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। কার্যত পুলিশের ঘেরাটোপে এলাকা ছাড়তে সক্ষম হন ওই পশুপ্রেমী দলটি। মেদিনীপুর শহরের পশুপ্রেমী সিবু রানা জানিয়েছেন, "সকাল দশটা নাগাদ স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা গিয়ে দেখি একটি কুকুরকে নৃশংসভাবে পিটিয়ে মারছে দুই ব্যক্তি"। পশুপ্রেমী রিনা কর্মকার জানান, কুকুরটিকে দুজনের বিরুদ্ধে হত্যার জন্য থানায় অভিযোগ দায়ের করেছেন তারা এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।