West Medinipur Jawad effect : জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ মুকুবের দাবিতে কেশপুরের ধলহারা কৃষি সমবায় সমিতির সামনে বিক্ষোভ কৃষকদের

Bangla Digital Desk | News18 Bangla | 11:51:41 PM IST Dec 16, 2021

বকেয়া কৃষিঋণ মকুবের দাবিতে, কেশপুরের ধলহারা সমবায় কৃষিউন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটে ব্যাঙ্কের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। সোমবার সকালে ধলহারার ওই সমবায় ব্যাঙ্কের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশো কৃষক জমায়েত হয়। সকাল ১০টা নাগাদ অফিস খোলার আগেই প্রবেশপথ আটকে অবস্থান-বিক্ষোভ শুরু করে তারা। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান। তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় অবিলম্বে কৃষি ঋণ মকুব করতে হবে।

লেটেস্ট ভিডিও