Paschim Medinipur: দমকলের সাহায্য, আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার

Bangla Digital Desk | News18 Bangla | 10:04:38 AM IST Dec 02, 2021

পশ্চিম মেদিনীপুরঃ খড়্গপুর মহকুমা শাসক দপ্তরের লিফট কেসে গত ৫/৬ দিন ধরে আটকে থাকা বিড়ালকে বুধবার উদ্ধার করলো খড়্গপুর দমকল বিভাগের কর্মীরা। বিড়ালটি গত পাঁচ-ছয় দিন আগে খড়গপুর এসডিও অফিস এর লিফট কেসে প্রায় 35 ফুট নিচে পড়ে যায় এবং সেখানে আটকে ছিল এবং চিৎকার করছিল। মহকুমা শাসক দপ্তরের কর্মীরা প্রাথমিক ভাবে চেষ্টা করলেও বিড়াল ছানাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।দমকল বিভাগের সাহায্য নিয়ে খড়্গপুর মহকুমা শাসকের আটকে পড়া বিড়াল ছানা উদ্ধার করল মেদিনীপুরে পশুপ্রেমীরা। বর্তমানে সুস্থ রয়েছে বিড়ালছানাটি।

লেটেস্ট ভিডিও