মনোনয়নপত্র জমা দিলেন বিদায়ী কৃষিমন্ত্রী তথা রামপুরহাটে তৃণমূলের প্রার্থী আশিস বন্দোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার বীরভূমের প্রতিটি বিধানসভায় তৃণমূল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। আর সেই সিদ্ধান্ত মত এদিন রামপুরহাট মহকুমা শাসক দফতরে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের বিদায়ী কৃষিমন্ত্রী রামপুরহাটের তৃণমূল প্রার্থী আশিস বন্দোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আত্মবিশ্বাসী আশীষ বন্দোপাধ্যায় কাউকেই প্রতিদ্বন্দী বলে মনে করছেন না। তার কথায় রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করেছে তা অবিশ্বাস্য। সেই জায়গায় প্রতিদ্বন্দী বলে কেউ নেই। তৃণমূলের নমিনেশনে বোলপুরে উধাও প্রশাসনের ১৪৪ ধারা জেলাজুড়ে সোমবার চলছে শাসকদল তৃণমূল প্রার্থীদের নমিনেশন। জেলাশাসক আগেই ঘোষণা করেছিলেন এই নমিনেশন প্রক্রিয়া চলাকালীন প্রতিটি নমিনেশন কেন্দ্রে ১৪৪ ধারা বজায় থাকবে। কিন্তু সোমবার কার্যত এর উল্টো ছবি দেখা গেল বোলপুর মহকুমা শাসক দফতরে। শাসকদলের নমিনেশনকে কেন্দ্র করে বোলপুর মহাকুমা শাসক দফতরের সামনে কার্যত ১৪৪ ধারাকে বুড়ো আঙুল দেখিয়ে অজস্র কর্মী-সমর্থকদের ভিড় করতে দেখা যায়। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রসঙ্গত এদিন বোলপুর মহকুমা শাসকের দফতরে নমিনেশন জমা করতে আসেন বোলপুর, লাভপুর এবং নানুর বিধানসভার তৃণমূল প্রার্থীরা। এই তৃণমূল প্রার্থীদের তালিকায় রয়েছেন উল্লেখযোগ্য ২ জন যাদের মধ্যে একজন হলেন রাজ্যের বিদায়ী মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহ। তৃণমূল ছাড়লেন বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি টিকিট পাবেন বলে আশা ছিল বীরভূমের তৃণমূল সহ-সভাপতি আলী মোর্তজা খান। তিনি মুরারই বিধানসভা এলাকায় তৃণমূল নেতা। এর আগের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এই এলাকায়। তবে তৃণমূলের প্রতিদ্বন্দীর কাছে ২৮০ ভোটে হেরে পরে তৃণমূলে যোগ দেন। এরপর ওই এলাকায় পূর্বঘোষিত তৃণমূলের প্রার্থী আব্দুর রহমানের পরিবর্তে ডাঃ মোশারফ হোসেনকে তৃণমূল প্রার্থী করলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তারপরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন। তার অভিযোগ, যে ব্যক্তি দুদিন আগে কংগ্রেসের প্রার্থী হতে চেয়েছিলাম তাকেই তৃণমূল প্রার্থী করল অথচ আমাকে বঞ্চিত করলো। 'কয়লা কাণ্ডে খুব শিগগিরই অনুব্রত মণ্ডলকে ডাকা হবে', দাবি অনুপম হাজরার নির্বাচনী প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা নানুরের বাসাপাড়ায় দাবি করলেন, খুব শিগগিরই কয়লা কাণ্ডে অনুব্রত মণ্ডলকে টাকা হবে। তার কাছে এই খবর রয়েছে বলে তিনি দাবি করেছেন।