Durga Puja : মহাসপ্তমী, বার্নপুরে এক মণ্ডপে উঠে এল বহু থিম, ফুটে উঠল শহরের চালচিত্র

Bangla Digital Desk | News18 Bangla | 05:56:18 PM IST Oct 12, 2021

বার্নপুরের নেতাজি স্পোর্টিং ক্লাবের থিম। বার্নপুরের বিভিন্ন থিম তুলে ধরা হয়েছে এক মণ্ডপে। জানা গিয়েছে, এবছর নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো ৫০ বছরে পর্দাপণ করল। এই বছরের মন্ডপের থিমে বার্নপুরের বিভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। যেমন ইসকো কারখানা, বার্নপুর বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গার ছবি তুলে ধরা হয়েছে এক মণ্ডপেই।

লেটেস্ট ভিডিও