আসানসোলঃ আসানসোলের পুর নির্বাচনে ১০৫ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী দুই জা। এক জা ইন্দ্রানী আচার্য হয়েছেন বিজেপি প্রার্থী। অপর জা শুক্লা আচার্য পুর নির্বাচনে লড়াই করবেন ঘাসফুলের প্রতীকে। তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করছেন ইন্দ্রানী আচার্য। কোভিড বিধি উলঙ্ঘন করে ১০৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। ইন্দ্রানী আচার্য্য নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। যদিও ইন্দ্রানী দেবী গত পুর নির্বাচনে কংগ্রেসের প্রতীকে লড়াই করে জয় পেয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেন। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন তিনি। তারপর আসন্ন আসানসোল পুরনির্বাচনে তিনি বিজেপির ১০৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। অন্যদিকে ১০৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য্যর বৌমা শুক্লা আচার্য। এদিন কুলটি ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য নিজে ঝান্ডা নিয়ে প্রার্থী বৌমা শুক্লা আচার্যকে নিয়ে কোভিড বিধি মেনে প্রচার সেরেছেন বিভিন্ন ওয়ার্ডে। তবে, নির্বাচনী বিরোধী হওয়ার পরেও বাড়িতে একসঙ্গে মিলেমিশে থাকেন তারা। তবে তারা দুজনেই ভোটযুদ্ধের লড়াইয়ে একে অপরকে পরাজিত করতে চান। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী পাশাপাশি তারা। ভোট যুদ্ধে জয় পেলে দুজনেই এলাকার উন্নয়নে ব্রতী হবেন বলেও দাবি করেছেন।