West Bardhaman News- টোটো চালকের সততার নজির। তিনদিন পরে গুরুত্বপূর্ণ নথি ও টাকা ফেরত পেলেন মহিলা যাত্রী।

Bangla Digital Desk | News18 Bangla | 06:21:15 PM IST Jan 20, 2022

#পশ্চিম বর্ধমান- টোটো চালকের সততার কারণে হারিয়ে যাওয়া নথি ও নগদ টাকা ফেরত পেলেন এক মহিলা । বৃহস্পতিবার ঐ মহিলার হাতে নথি ও উদ্ধার হওয়া টাকা তুলে দিলেন টোটো ইউনিয়নের সভাপতি। জানা গিয়েছে, গত সোমবার উখড়া আরত পাড়ার বাসিন্দা আদুরী রুইদাস টোটো করে শ্যামসুন্দরপুর গিয়েছিলেন ছেলের বাড়ি। গন্ত্যবে পৌঁছে লক্ষ্য করেন, তার সাথে থাকা হাত ব্যাগটি নেই। রাতে গাড়ি গ্যারেজ করার সময় টোটো চালক সাগর মল্লিক লক্ষ্য করেন গাড়িতে পড়ে রয়েছে একটি ব্যাগ। রাতেই সেই ব্যাগটি তিনি জমা করেন উখড়া টোটো ইউনিয়নের সভাপতি রাজু মুখোপাধ্যায়ের কাছে।

লেটেস্ট ভিডিও