Asansol News- আসানসোল পুর নির্বাচনে প্রার্থী এক টোটো চালক। টোটো চালিয়ে সারলেন নিজের প্রচার।

Bangla Digital Desk | News18 Bangla | 03:30:38 PM IST Jan 17, 2022

#আসানসোল- আসন্ন আসানসোল পুর নির্বাচনে ১০৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী তারকনাথ ধীবর। নিম্নবিত্ত পরিবারের এই ব্যক্তি এই বছর প্রার্থী হয়েছেন। পেশায় একজন টোটো চালক তারকনাথ ধীবর। নিজের এলাকায় প্রচার সারলেন নিজে টোটো চালিয়ে। সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক চন্দনা বাউরি। এই বিধায়কও নিম্নবিত্ত পরিবার থেকে। তাই তারকনাথ এর সমর্থনে টোটোয় চেপে প্রচার সারলেন চন্দনা বাউরি। পাশাপাশি নিজের সমর্থনে, নিজে টোটো চালিয়ে ১০৩ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন তারকনাথ ধীবর। তবে ভোট পিছিয়ে যাওয়ার জন্যে তিনি কিছুটা ক্ষোভ উগরে দিয়েছেন।

লেটেস্ট ভিডিও