West Bardhaman News- করোনায় আক্রান্ত এবং মৃতদের শান্তি কামনায়, হরিনাম প্রচার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর।

Bangla Digital Desk | News18 Bangla | 07:03:09 PM IST Jan 21, 2022

#পশ্চিম বর্ধমান- করোনায় আক্রান্ত এবং মৃতদের আত্মার শান্তি কামনায় আসানসোলের ১৪ নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন প্রচার করলেন তৃণমূল প্রার্থী উৎপল সিংহ। যদিও এই প্রচারকে তিনি রাজনৈতিক রঙ লাগাতে নারাজ। উদ্যোক্তা উৎপল সিংহ-এর দাবি,  শুধুমাত্র এই কঠিন সময়ে মানুষের শান্তি কামনার জন্যই এই আয়োজন। হরিনাম সংকীর্তন প্রচারে অংশ নিয়েছিলেন ইসকন মন্দিরের প্রতিনিধিরাও। পাশাপাশি করোনার সংক্রমণ নিয়ে অযথা ভয় না ছড়ানোর আবেদন করা হয়েছে। করা হয়েছে মাস্ক বিলিও।

লেটেস্ট ভিডিও