West Bardhaman News- কোভিড কালে ঝুঁকি নিয়ে চলছে কাজ। বেতন মেলেনি তিন মাস। ক্ষোভ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের।

Bangla Digital Desk | News18 Bangla | 08:07:03 PM IST Jan 19, 2022

#পশ্চিম বর্ধমান- দুর্গাপুর মহকুমা হাসপাতালে কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন হাসপাতালের ডি গ্রুপের কর্মীরা। বিক্ষোভরত অস্থায়ী ডি গ্রুপের কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ কয়েক মাস ধরে তারা করোনা আবহে নিজেদের কাজ করে গেলেও, এখনও পর্যন্ত তাদের বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতনের দাবিতে ৮৩ জন ডি গ্রুপের কর্মীরা বিক্ষোভে শামিল হন। বিক্ষোভের জেরে বন্ধ হয় একাধিক পরিষেবা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা করোনার মধ্যে কাজ করলেও এখনো তাদের বেতন দেওয়া হয়নি। তাই বকেয়া বেতন যতদিন না তাদের দেওয়া হবে, ততদিন তারা কর্মবিরতি চালিয়ে যাবেন। উল্লেখ্য, যে ঠিকা সংস্থার অধীনে তারা কাজ করেন, সেই ঠিকা সংস্থার আধিকারিকদের বারবার এই বিষয়ে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামার পথ বেছে নেন।

লেটেস্ট ভিডিও