কাজ চেয়ে ডেপুটেশন, বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ

Bangla Editor | News18 Bangla | 04:36:52 PM IST Aug 03, 2021

পশ্চিম বর্ধমান যুবশ্রী আনএমপ্লযয়েড ইউথ সোসাইটি স্বারক লিপি দিল মহুকুমা শাসকের কাছে। তাদের দাবি, সাত বছর অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখনও যুবশ্রী থেকে একটাও  চাকরি হয় নি। তাই এই কর্মসূচি। অন্যদিকে, টেলিফোন কর্মী বেশে বিএসএনএলের বিলগ্নিকরণের প্রতিবাদে তৃণমূল কর্মীদের অভিনব আন্দোলন হলো দুর্গাপুরে।

লেটেস্ট ভিডিও