মাদক বিরোধী দিবসে প্রচার পুলিশের

Bangla Editor | News18 Bangla | 06:06:28 PM IST Jun 26, 2021

শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে দুর্গাপুরের কোক ওভেন থানার উদ্যোগে একটি মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয় । মাদকবিরোধী পদযাত্রা কোক ওভেন থানায় শুরু হয় এবং দুর্গাপুর বাস স্ট্যান্ড ও বাঁকুড়া মোড় ঘুরে পুনরায় কোন থানায় এসে শেষ হয় । এই পদযাত্রায় অংশ নেন এসিপি দুর্গাপুর ডক্টর মোহিত মোল্লা। ছিলেন কোকওভেন থানার অফিসার ইনচার্জ সৌমেন সিংহ রায় সহ পুলিশকর্মীরা। অপরদিকে দুর্গাপুরের নিউ টাউন শিপ থানার উদ্যোগে এদিন মাদকবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদক বিরোধী পদযাত্রা শুরু হয় পাম্প হাউস মোড় থেকে বিধান নগরের গেস্ট হাউস পর্যন্ত। এদিন পদযাত্রায় নিউটাউন থানার পুলিশ কর্মীরা ও সিভিক পুলিশ কর্মীরা। পাশাপাশি এদিন পদযাত্রায় অংশ নেন দুর্গাপুর পৌরসভার মেয়র ও এসিপি দুর্গাপুর ।

লেটেস্ট ভিডিও