West Bardhaman News- এখনও সাবধানতার বালাই নেই। আছে নানান অজুহাত। মাস্ক পড়তেই যত আপত্তি।

Bangla Digital Desk | News18 Bangla | 12:30:35 PM IST Jan 06, 2022

#পশ্চিম বর্ধমান- জেলায় ৬০ হাজারের গন্ডি পার হয়ে গেছে করোনা আক্রান্তের। জেলায় করোনা সক্রিয় ৩০০ জন। কিন্তু সচেতন নয় শহরবাসী। রাস্তায় অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। ৫০ শতাংশ যাত্রী পরিবহণের কথা থাকলেও বাদুরঝোলা করে হচ্ছে আসানসোলের রাস্তায় যাত্রী পরিবহণ। আসানসোলের সেনরেলে রোড ও ভগত সিং মোড়ে পুলিশ নামল মাস্ক অভিযানে। ডিসি সেন্ট্রাল এস এস কুলদীপের  নেতৃত্বে মাস্ক অভিযান শুরু হয়। মাস্কহীন ৯০ জন শহরবাসীকে প্যান্ডামিক আইনে গ্রেফতার করা হয়। পুলিশ অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে।

লেটেস্ট ভিডিও