Paschim Bardhaman: পশ্চিমী ঝঞ্ঝার জেরে সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি

Bangla Digital Desk | News18 Bangla | 10:29:35 AM IST Jan 22, 2022

পশ্চিম বর্ধমানঃ আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়। শনিবার সকাল থেকে জেলার আকাশ জুড়ে মেঘের লুকোচুরি। সেই অর্থে দেখা নেই সূর্যদেবের। তাপমাত্রার এখনো পর্যন্ত বিশেষ হেরফের না হলেও, কনকনে ঠান্ডার ভাব উধাও।আগামী রবি ও সোমবার হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন অংশে। একইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার বাধাপ্রাপ্ত হতে পারে শীত, এমনটাই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

লেটেস্ট ভিডিও