Durga Puja : মহাসপ্তমী! নবপত্রিকার আগমন, একরঙা শাড়ি পরে দেবীকে স্বাগত অভিজাত আবাসনে

Bangla Digital Desk | News18 Bangla | 01:13:52 PM IST Oct 12, 2021

এক সময়ে জল জঙ্গলে ঘেরা এই বামুনাড়া তে এখন আধুনিকতার ছোঁয়া। আকাশ ছোঁয়া কয়েকশো বহুতল আবাসন। এবছর তপোবন সিটি আবাসীনে ১২টি দুর্গাপুজো হয়েছে। ২০১৬ সালে এই আবাসন প্রকল্পে মোট ৩টি পূজো দিয়ে শুরু হয়েছিল , যা এখন ১২টি পূজোয় এসে দাঁড়িয়েছে। যে পুজোতে আট থেকে আশি সকলেই মেতে ওঠে আনন্দে। পুজোর কদিন বিভিন্ন সোসাইটিতে ভুরিভোজের আয়োজনও থাকে। সপ্তমীর সকালে কলা বৌ স্নান করাতে যাওয়ার দৃশ্য নজর কাড়ে এখানে।

লেটেস্ট ভিডিও