Jagadhatri Puja 2021: জেলার জগদ্ধাত্রী পুজোয় রঙিন আলোর খেলা, উখরায় ঐতিহ্যবাহী গোষ্ঠ উৎসব পালন

Bangla Digital Desk | News18 Bangla | 01:59:55 PM IST Nov 13, 2021

কাঁকসার বামুনারা পোস্ট অফিস সংলগ্ন অগ্রণী সংঘ ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো। উদ্যোক্তারা জানিয়েছেন, গত সাত বছর ধরে চন্দননগরের মতোই জগদ্ধাত্রী পুজোর আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন তারা।সেই কারণে এবছরও নানান সেজে উঠেছে গোটা মন্ডপ চত্বর।অন্যদিকে, ঐতিহ্য ও পরম্পরা মেনে উখরায় সাড়াম্বড়ে পালিত হল গোষ্ঠ উৎসব। সন্ধ্যায় পালকি করে দেবতাদের মূর্তি নিয়ে নগরকীর্তন শোভাযাত্রা হল। ১৮১ বছর আগে উখড়ায় গোষ্ঠ উৎসব শুরু হয়. সূচনা করেন তৎকালীন গ্রামের জমিদার শম্ভুলাল সিং হান্ডে।

লেটেস্ট ভিডিও