West Bardhaman News- নজির গড়লো সিভিক ভলেন্টিয়ারের সততা। হারিয়ে যাওয়া সোনার কানের দুল ফেরালেন তিনদিন পর।

Bangla Digital Desk | News18 Bangla | 05:02:50 PM IST Dec 22, 2021

#পশ্চিম বর্ধমান- সততার নজির গড়লো কাঁকসা ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ার। গত দুদিন আগে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার কাছে এক মহিলা বাসের যাত্রী বাস থেকে নামার পর তার একটি সোনার কানের দুল কান থেকে পড়ে যায়। বহু খোঁজাখুঁজির পর তিনি কানের দুলটি খুঁজে না পেয়ে অবশেষে টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জানায়। সিভিক ভলেন্টিয়াররাও গোটা এলাকা খুঁজতে শুরু করে। অবশেষে ওই মহিলা যাত্রী সেখান থেকে চলে যাওয়ার সময় তার ঠিকানা দিয়ে যায় সিভিক ভলেন্টিয়ার দের। শেষমেশ ওই মহিলার কানের দুল খুঁজে পায় অমিত ঘোষ নামের ট্রাফিক গার্ডের সিভিক ভলেন্টিয়ার।

লেটেস্ট ভিডিও