পশ্চিম বর্ধমানঃ ভারী বৃষ্টিতে দু'কূল ছাপিয়ে যায় জল। একসময় দামোদর নদকে বাংলার দুঃখ বলে আখ্যা দেওয়া হয়েছিল। বর্তমানে সেই আখ্যা পেয়েছে গাড়ুই নদী। ভারী বৃষ্টিতে গাড়ুই নদীর জল উজাড় করে দিচ্ছে নদীর দু'পাড়ের মানুষকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে, এই নদী কার্যত মজে গিয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গা থেকে আবর্জনা গিয়ে মিশেছে ওই জলে। শহরের অনেক নর্দমার জল সরাসরি গিয়ে পড়ে গাড়ুই নদীতে। কিন্তু কোন ফিল্টার্স না থাকার কারণে, বিভিন্ন বর্জ্যও নদীতে গিয়ে মেশে। বর্ষায় পরিপুষ্ট নদী হওয়ার কারণে অন্য ঋতুতে নদীতে জল থাকে কম। ফলে আবর্জনাগুলি নদীর বুকে স্থায়ী আশ্রয় বানিয়ে নেয়। আর দীর্ঘদিন ধরে এই একই কাজ চলতে থাকায়, কার্যত মজে গিয়েছে গাড়ুই নদী। বিগত কয়েক বছরে এই নদীর জন্য সমস্যায় জেরবার হতে হচ্ছে আসানসোল শহরবাসীকে। বারবার দু'কূল ছাপিয়ে ভেসে যাচ্ছে শহরের বিভিন্ন এলাকা। স্থানীয়রা বহুদিন ধরেই নদী সংস্কারের দাবি তুলছেন। আসন্ন আসানসোল পুরসভা নির্বাচনে সমস্ত দলগুলির ইশতেহারে নদী সংস্কারের দিকে জোর দিয়েছে। তবে স্থানীয় মানুষজন বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, বর্ষা আসার আগেই যেন নদীর সংস্কার কাজ শুরু হয়। তাহলে অন্তত শহরবাসী কিছুটা রক্ষা পাবে।