Durga Puja 2021: বাড়ির মেয়ের মতো দেখতে ভট্টাচার্য বাড়ির দেবী দুর্গা, রয়েছে বিশেষ নাম

Bangla Digital Desk | News18 Bangla | 10:08:09 AM IST Sep 28, 2021

দুর্গাপুরের উখরার ভট্টাচার্য পরিবারের দুর্গা। দেবীকে বিশেষ নামে ডাকেন পরিবারের সদস্যরা। এখনও স্বমহিমায় বিরাজমান দেবী। তাকে ঘিরে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী। শতাব্দী প্রাচীন এই পুজোর গল্প, এক লহমায় আপনাকে নিয়ে যাবে কয়েক যুগ পিছনে। উখরার এই দুর্গা পুজো পরিচালনার দায়িত্বে রয়েছে ভট্টাচার্য পরিবার। পরিবারের অষ্টম প্রজন্ম গঙ্গানারায়ণ ভট্টাচার্য এই পুজোর পত্তন করেন। দেবীর প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক বহু পুরনো ইতিহাস।

লেটেস্ট ভিডিও