West Bardhaman- আসানসোলের নতুন উৎসব! ১৫ ডিসেম্বর থেকে হবে ডাক মেলা।

Bangla Digital Desk | News18 Bangla | 12:13:53 AM IST Dec 17, 2021

আসানসোল, পশ্চিম বর্ধমান- মেলার মাধ্যমে গ্রামে গ্রামে দুয়ারে পৌঁছাবে ডাক পরিসেবা। এই কথা জানান, ডাক বিভাগের আসানসোল ডিভিশনের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পোষ্ট অফিসেস বা এসএসপি শেখ ফারাজ হায়দার আলী।এক সাংবাদিক সম্মেলনে নতুন এসএসপি হিসাবে সদ্য দায়িত্ব নেওয়া শেখ ফারাজ হায়দার আলী বলেন, ডাক বিভাগের বিভিন্ন সেবা মানুষের কাছে সহজে পৌঁছাতে আগামী ১৫ ডিসেম্বর বার্ণপুরের ‘ভারতী ভবনে’ এক মেলার আয়োজন করা হচ্ছে, যেখানে যে কোনও ব্যক্তির পোস্টাল বিভাগের বিভিন্ন পরিষেবা যেমন আধার কার্ড, ডাক বীমা, সুকন্যা সমৃদ্ধি, সঞ্চয় অ্যাকাউন্ট, ডিপোজিট স্কিমের মতো সবকিছু করতে পারবেন ও বিভিন্ন সুবিধা পাবেন।

লেটেস্ট ভিডিও