West Bardhaman Christmas- আসানসোল থেকে দুর্গাপুর, বড়দিনে ফেস্টিভ মুডে সমগ্র জেলা।

Bangla Digital Desk | News18 Bangla | 04:34:20 PM IST Dec 25, 2021

#পশ্চিম বর্ধমান- বড়দিন উপলক্ষে উৎসবের মেজাজে গোটা জেলা। আসানসোল থেকে দুর্গাপুর, জেলার বিভিন্ন জায়গায় উৎসব আনন্দে মেতেছে মানুষ। চার্চে চার্চে গিয়ে জমা হচ্ছেন মানুষজন। একই সঙ্গে চলছে পিকনিক, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। দুর্গাপুরের বিধাননগর এলাকার সেন্ট মাইকেল চার্চে সকাল থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে সকাল থেকেই চার্চে নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই চলছে প্রার্থনা। সকাল থেকেই যেমন সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন, তেমন খ্রিস্টান ধর্মের মানুষেরা চার্চে এসে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। অন্যদিকে, বড়দিনের উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চল। শনিবারের সকাল থেকেই আসানসোল শহরকে রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। সেজে উঠেছে আসানসোলের গির্জাগুলি।

লেটেস্ট ভিডিও