West Bardhaman News- মাঝরাস্তায় ব্যাপক লাঠালাঠি। আসানসোলে অটোচালকদের দুপক্ষের বচসা।ভাইরাল সেই ভিডিও।

Bangla Digital Desk | News18 Bangla | 04:12:41 PM IST Jan 19, 2022

#পশ্চিম বর্ধমান-- আসানসোল স্টেশন রোডে মাঝরাস্তায় ব্যাপক লাঠালাঠি। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হকচকিয়ে যায় পথচারী থেকে গাড়ি চালকরা। অটোচালকদের দুপক্ষের বচসা থেকেই এই লাঠালাঠির ঘটনা বলে খবর। যাত্রী তোলা নিয়ে সমস্যা থেকেই বচসা। তারপরে তা গড়ায় মাঝরাস্তায় লাঠালাঠিতে। লাঠি, রড নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন অটো চালকরা। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সূত্রের খবর। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে হাজির হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে পুলিশের পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে আসেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া।

লেটেস্ট ভিডিও