Paschim Bardhaman: ভাগ্যের নির্মম পরিহাস, বিকানের রেল দুর্ঘটনায় মৃত রেলকর্মী

Bangla Digital Desk | News18 Bangla | 11:55:59 AM IST Jan 15, 2022

পশ্চিম বর্ধমানঃ বিকানের এক্সপ্রেস রেল দুর্ঘটনায় মৃত্যু হল এক রেল কর্মীর। আসানসোলের বাসিন্দা রেলকর্মী অজিত প্রসাদ। কর্মরত ছিলেন আসামের রঙ্গিয়া ডিভিশনে। বিকানের এক্সপ্রেসে ছিলেন তিনি। ময়নাগুড়িতে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। সেখানে মৃত্যু হয়েছে তার। দুর্ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছিল না অজিত প্রসাদের খোঁজ। বন্ধ ছিল তার ফোন। অবশেষে শুক্রবার রাতে মৃত্যুর খবর আসে। মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পল। বাড়িতে রয়েছেন অজিত প্রসাদের সদ্য বিবাহিতা স্ত্রী। ঘটনায় স্তব্ধ পরিবার। পরিবারের সদস্যরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন, নিহতের স্ত্রী এর পাশে দাঁড়ানোর জন্য।

লেটেস্ট ভিডিও