Paschim Bardhaman: বেআইনি হোটেলের বিরুদ্ধে পদক্ষেপ

Bangla Digital Desk | News18 Bangla | 09:15:01 AM IST Nov 27, 2021

পশ্চিম বর্ধমানঃ ফের অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালেন আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা।দুর্গাপুরের এবিএল মোড় সংলগ্ন এলাকায় ২নম্বর জাতীয় সড়কের ধারে পুলিশকে সঙ্গে নিয়ে হঠাৎই অভিযান চালান আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিকরা। গত কয়েক মাস আগে ওই এলাকায় অবৈধভাবে গজিয়ে ওঠা একটি হোটেল ভেঙে ফেলা হয়। কিন্তু তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে ওই এলাকায় পুনরায় নির্মাণ সামগ্রী এনে হোটেল নির্মাণ করার কাজ শুরু হওয়ার কথা ছিল। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত নির্মাণসামগ্রী ভেঙে ফেলেন।

লেটেস্ট ভিডিও