Bangla News|| ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তমলুকের যোগীখোপে ব্যাপক চাঞ্চল্য

Bangla Digital Desk | News18 Bangla | 08:44:13 PM IST Oct 29, 2021

শুক্রবার সকালে তমলুক থানার যোগীখোপ কৈলাসবাসিনী গার্লস হাই স্কুলের একশো মিটার দূরত্বে পুরনো দোকান ঘর থেকে উদ্ধার হয় মৃতদেহ । স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম নির্মল ভট্টাচার্য্য, বয়স প্রায় ৫১ বছর। দীর্ঘদিন পরিবারের সঙ্গে না থেকে একাই ওই পুরনো দোকানে থাকতেন। বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এসে রাত্রি যাপন করতেন ওই পুরনো দোকানে। গতকাল সন্ধ্যায় থেকেও ওই এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয় বাসিন্দারা। সকালে এলাকাবাসী দেখতে পায় ওই পুরনো দোকান ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বিছানা থেকে একটি হাত নিচে ঝুলছে। রক্তাক্ত অবস্থায় তমলুক থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। খুন না আত্মহত্যা তা তদন্ত করছে তমলুক থানার পুলিশ।

লেটেস্ট ভিডিও