অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বীরভূমে

Bangla Editor | News18 Bangla | 01:43:35 PM IST Jun 19, 2021

অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বীরভূমে

সিউড়ি থেকে জানুরি গ্রাম যাওয়ার রাস্তায় রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখা যায় শনিবার সকালে। পথচলতি সাধারণ মানুষ প্রথমে রাস্তার পাশে টলি চাপা পড়া অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। পরে খবর দেওয়া হয় সিউড়ি থানা পুলিশকে। সিউড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সিউড়ি সদর হাসপাতালে।

রাস্তার বেহাল দশা সিউড়িতে, বিক্ষোভ স্থানীয়দের

সিউড়ি থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়কে হাটজান বাজার রেল গেটের ঠিক পরেই রাস্তার বেহাল দশা। রাস্তা এতটাই খারাপ হয়ে পড়েছে যে বারংবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি তাদের অভিযোগ, বারংবার প্রশাসনকে জানিয়েও রাস্তা সারাই নিয়ে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে মিউনিসিপ্যালিটির জঞ্জাল ফেলার ট্রলি রাস্তার মধ্যে ফেলে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

বৃষ্টি আর ভারী যান চলাচলের কারণে ভাঙলো সিউড়ি বোলপুর বাইপাসের কালভার্ট

ভারী যান চলাচল এবং অতিবৃষ্টির কারণে ভেঙে পড়ল সিউড়ি থেকে বোলপুর যাওয়ার বাসের উপর থাকা একটি কালভার্ট। এই কালভার্টটি ভেঙ্গে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বাইপাস হয়ে যান চলাচল বন্ধ।

সিউড়ি হাটজানবাজারের কাছে রেল ওভার ব্রিজ তৈরীর কাজ চলার দরুন যাতে যানজট না হয় তার জন্য এই বাইপাস রাস্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা এই বর্ষায় ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়ল।

লেটেস্ট ভিডিও