বীরভূমে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা রাজ্য স্বাস্থ্য ভবনের করোনা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০৫ জন। সেই জায়গায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭০৪ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ জন। আর এই পরিসংখ্যান রীতিমতো বীরভূমের আমজনতা ও প্রশাসনের কপালে ভাঁজ ফেলছে। রামপুরহাটে রহস্যজনকভাবে উদ্ধার এক তৃণমূল কর্মীর মৃতদেহ রামপুরহাটে রহস্যজনকভাবে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম অশোক মন্ডল, বয়স আনুমানিক ৫২ বছর। তিনি রামপুরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জানা গিয়েছে, গত দু'দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এরপর এদিন সকালে তার বাড়ির পাশে থাকা প্রাইমারি স্কুলের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। রামপুরহাটে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার দোকানের পাশের গলিতে ওষুধের দোকানের কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম প্রদীপ মন্ডল। তার বাড়ি রামপুরহাট থানার সিউড়া গ্রামে। বীরভূমের রামপুরহাট হাটতলা মোড় এলাকায় একটি বহু পুরনো ওষুধের দোকানে তিনি কাজ করতেন এবং একটি চিকিৎসকের চেম্বার দেখাশুনো করতেন। ওই দোকানের পাশে একটি গলিতে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। তারা বিষয়টি পুলিশে খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।