গত সোমবার বীরভূমের রাজগ্রামে দিলহারা খাতুন নামে ১৮ বছর বয়সী এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মহত্যা অনুমান করে ওই যুবতীর কবর দেন। তবে এরপরেই মঙ্গলবার তারা থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মুরারই ও রামপুরহাট থানার পুলিশ এসে এদিন ওই যুবতী দেহ কবর থেকে তুলে নিয়ে যান ময়নাতদন্তের জন্য। পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা। ননদকে খাবার না দেওয়ায় শান্তিনিকেতনে শ্বাসরোধ করে খুনের অভিযোগ গৃহবধূকে ননদকে খাবার না দেওয়ায় শ্বাসরোধ করে খুন করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো শান্তিনিকেতনে। ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী শ্যামল দাসকে আটক করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার লাইকবাজারের দাসপাড়ায়। মৃতার নাম বেবি দাস, বয়স ২৪ বছর। প্রতিবেশী এবং মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, এদিন দুপুর বেলায় বেবি দাসের বর শ্যামল দাসের বোন খাবার চাইতে আসে। সেই সময়ে খাবার দিতে রাজি হননি বেবি দাস, এই নিয়ে চরম অশান্তি শুরু হয়।কিছুক্ষণ পর ঝামেলা বন্ধ হলে এলাকার বাসিন্দারা গিয়ে দেখেন বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে বেবি দাস। এরপর এলাকাবাসীরা তার স্বামীর শ্যামল দাসকে আটকে রাখে ঘরের মধ্যেই। ঘটনাটি দেখে ফেলে মৃতার ছেলে ও মেয়ে। তারাই সকলকে এমনটা জানায়।